eaibanglai
Homeএই বাংলায়কুড়ুরিয়া ডাঙ্গা ও জয়দেবে চিত্তাকর্ষক সঙ্গীতানুষ্ঠান

কুড়ুরিয়া ডাঙ্গা ও জয়দেবে চিত্তাকর্ষক সঙ্গীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর এ-জোন সন্নিহিত কুড়ুরিয়ায় ১৮-ই জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত হল চিত্তাকর্ষক সঙ্গীতের আসর। বাগড়াই পুজো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের মাতিয়ে দিলেন- মনোজ গিরি, সৌমী বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াংশু। শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় যথাযথ ভূমিকা পালন করেন- টিউন মিউজিক্যাল গ্রপ এর সদস্যরা। অনুষ্ঠানের আয়োজক ছিল ক্ষুদিরাম স্মৃতি সংঘ।

মকরসংক্রান্তি উপলক্ষ্যে বীরভূম এর জয়দেব বিল্লমঙ্গল ধামে অনুষ্ঠিত হল মন মাতানো সঙ্গীতানুষ্ঠান। ১৭-ই জানুয়ারী সন্ধ্যায় আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন- সৌমী বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ও শুভম চক্রবর্তী। শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীত সহযোগিতায় অনবদ্য ভূমিকা পালন করেন-নীলোৎপল বাবুসোনা পরিচালিত মিউজিক্যাল ব্যান্ড এর সদস্যবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments