সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে উইমেন্স কলেজ সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ। যা নিয়ে এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জানান এলাকার বস্তি এলাকার লোকজন জঙ্গলে ছাগল চড়াতে গেলে বিষয়টি নজরে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান ব্যক্তির দেহ জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল, যার পা মাটিতে ঠেকানো ছিল। তবে দেহ ফুলে গিয়ে পোকা ধরে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। এলাকার এক বাসিন্দা জানান দেহে পচন ধরেছে, যা দেখে মনে হচ্ছে দেহটি কয়েক দিনের পুরনো।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আত্মহত্যা নাকি খুনের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।




