নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যথাযথ মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র প্রয়াণ দিবস উদযাপিত হল ৮-ই আগস্ট সন্ধ্যায়,দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিলেন দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং দুর্গাপুর নগর নিগম এর পরিচালক মন্ডলী। ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানের সূচনা হয়েছিল দুর্গাপুর রম্যবীণার সভ্য-সভ্যাবৃন্দ পরিবেশিত সম্মেলক সঙ্গীতের মাধ্যমে। পরবর্তীতে স্থানীয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রণব মুখোপাধ্যায় এবং দুর্গাপুরের ভূমিকন্যা ও জলপাইগুড়ির বর্তমান উপ – জেলাশাসক অর্ণশ্রী চক্রবর্তীর পরিবেশিত সঙ্গীত উপস্থিত শ্রোতাদের আনন্দ দেয়। ছিল স্বর্ণদীপা কলামণ্ডলম্ পরিবেশিত নৃত্যানুষ্ঠান ও। সবশেষে জনপ্রিয় সঙ্গীতশল্পী জয়তী চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান শ্রোতাদের কাছে অত্যন্ত উপভোগ্য হয়। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করেন পৌরনিগমের প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় ও অন্যান্যরা।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন – মহকুমা প্রশাসক সৌরভ চট্টোপাধ্যায়, এ. ডি. ডি. এ. র প্রধান কবি দত্ত, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সমাজসেবী সুদেব রায়, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী সহ আরও অনেকে।





