নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর কল্পতরু উৎসব উপলক্ষ্যে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হল ২ রা জানুয়ারী, গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন ‘মোহর’ মুক্তমঞ্চে। ৫৭- তম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ১লা জানুয়ারী হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল ২রা জানুয়ারী।সেই সন্ধ্যায় অনুষ্ঠানগুলি সম্পূর্ণই ছিল রবীন্দ্রনাথ কেন্দ্রিক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন- দুর্গাপুর রম্যবীণার শিল্পীবৃন্দ সম্মেলক কণ্ঠে। এছাড়া, মোহর, সুরপরিষদ , স্বরবাক সহ বিভিন্ন সংস্থার শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদিতে অংশ নেন। একক ভাবে অংশগ্রহণকারী শিল্পীদের সংখ্যাও ছিল উল্লেখ করবার মতো। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেববর্মন, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী সহ বিভিন্ন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব।মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ১০ দিন ব্যাপী।



















