eaibanglai
Homeএই বাংলায়কল্পতরু উৎসব ২০২৫ এর চূড়ান্ত প্রস্তুতি

কল্পতরু উৎসব ২০২৫ এর চূড়ান্ত প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হাতে মাত্র আর একদিন। ২০২৪ শেষ হয়ে শুরু হতে চলেছে ইংরেজি নতুন বছর ২০২৫। আর এই বর্ষবরণের দিনই শুরু হয় শিল্পশহর দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব তথা কল্পতরু মেলা। এই মেলার প্রাচীনত্ব বা চালু হবার সময় নিয়ে সেভাবে কিছু তথ্য না পাওয়া গেলেও স্থানীয় মানুষদের থেকে জানা যায় স্থানীয় সাধুডাঙ্গার কালীকানন্দ আশ্রম থেকেই দুর্গাপুরে কল্পতরু উৎসবের শুরু, কালে যা মেলায় রুপান্তরিত হয়। প্রথমে ওই আশ্রমেই ১লা জানুয়ারি থেকে টানা দশদিন কল্পতরু দিবস উপলক্ষ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূজা অর্চণা চলতো। পাশাপাশি আধ্যাত্মিক বক্তৃতা ভক্তিগীতি এবং নানা অনুষ্ঠানে জমে উঠত দিনগুলি। সেই সূত্রে কিছু জনসমাগমও হত। ধীরে ধীরে সমাগম বাড়তে বাড়তে তা মেলার আকার নেয়।

প্রসঙ্গত ১৮৮৬ সালের ১লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের মধ্যে যে চৈতন্যের দীপ ঠাকুর জ্বেলেছিলেন সেই আহুতিই আজ ছড়িয়ে পড়েছে বাংলার দিকে দিকে। দুর্গাপুর তার ব্যতিক্রম নয়। পূজা এবং সেই সংক্রান্ত অনুষ্ঠান দিয়ে যে মেলার শুরু হয়েছিল জনসমাগমের চাপ উত্তোরত্তর বাড়তে থাকায় আশ্রম প্রাঙ্গণ থেকে সেই মেলা স্থানান্তরিত হয় গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে।

গ্যামন ব্রিজ লাগোয়া ময়দানে প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে কল্পতরু উৎসব ২০২৫। পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে এই উৎসব চলবে দশই জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও সাধারণ মেলার পাশাপাশি থাকছে বইমেলা ও কৃষি মেলা । এছাড়াও মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। উদ্যোক্তাদের দাবি আগের বছরের তুলনায় এই বছর দর্শকদের কাছে নজর কারবে এই মেলা। প্রসঙ্গত শুধু শহরবাসী নন প্রতি বছর আশেপাশের এলাকা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন আসেন এই মেলা দেখতে। সোমবার দেখা গেল গ্যামন ব্রিজ ময়দানে চলছে মেলার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments