eaibanglai
Homeএই বাংলায়বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরাতে মেলার আয়োজন, বিতর্ক

বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরাতে মেলার আয়োজন, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে শহরে আয়োজিত হতে চলেছে ‘কমল মেলা’। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর উদ্যোগেই এই মালার আয়োজন বলে দাবি। যদিও এই মেলার আয়োজন ঘিরে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান বা চিত্রালয় ময়দানে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। আগামী ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারাও।

অন্যদিকে মেলার উদ্যোক্তা দুর্গাপুর নাগরিক মঞ্চ হলেও ব্যানারে নাম থাকবে না সংগঠনের। এদিকে মেলার সঙ্গে বিজেপির সর্বভারতীয়, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের যোগ নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি থেকেই স্পষ্ট যে মেলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

যদিও বিজেপির দাবি, এই মেলা কোনও দলীয় ব্যানারে নয়, বরং নাগরিক উদ্যোগ হিসেবেই আয়োজন করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরের মানুষ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর দাবি জানাচ্ছেন, সেই কারণেই এই মেলার আয়োজন।” পাশাপাশি এই ধরণের মেলা আগামী দিনে সারা রাজ্যজুরে করা হবে বলেও দাবি করেন তাঁরা।

অন্যদিকে এই মেলা নিয়ে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার কটাক্ষেক সুরে বলেন, “বাংলার সংস্কৃতি ফেরাতে হলে আগে বাংলাকে ভাল করে জানতে হয়। নাম ও পরিচয়ের বিকৃতি করে সংস্কৃতি রক্ষার দাবি বিশ্বাসযোগ্য নয়।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments