eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর কমল উৎসব প্রাঙ্গণে হঠাৎই বিজেপি সাংসদ নিশিত পরামানিক

দুর্গাপুর কমল উৎসব প্রাঙ্গণে হঠাৎই বিজেপি সাংসদ নিশিত পরামানিক

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে শহরে আয়োজিত হতে চলেছে ‘কমল মেলা’। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর উদ্যোগেই এই মালার আয়োজন বলে দাবি। যদিও এই মেলার আয়োজন ঘিরে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান বা চিত্রালয় ময়দানে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। আগামী ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারাও।

গতকাল রাত্রে হঠাৎই মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন বিজেপির বলিষ্ঠ সাংসদ নিশ্চিত পরামানিক। এদিন তিনি মেলার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন এবং সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখেন। মেলার বিভিন্ন অনুষ্ঠানসূচি ও বিভিন্ন সরকারি স্টলের বিস্তারিত তথ্য তিনি আদান-প্রদান করেন উপস্থিত সকল বিজেপি কর্মীদের সাথে। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কি বললেন শুনুন…

বিজেপির দাবি, এই মেলা কোনও দলীয় ব্যানারে নয়, বরং নাগরিক উদ্যোগ হিসেবেই আয়োজন করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরের মানুষ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর দাবি জানাচ্ছেন, সেই কারণেই এই মেলার আয়োজন।” পাশাপাশি এই ধরণের মেলা আগামী দিনে সারা রাজ্যজুরে করা হবে বলেও দাবি করেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments