eaibanglai
Homeএই বাংলায়দু'দিনে প্রায় ডজন খানেক গবাদি পশুর মৃত্যু, আতঙ্ক

দু’দিনে প্রায় ডজন খানেক গবাদি পশুর মৃত্যু, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত দু’তিন দিনে হঠাৎ করেই ১২ থেকে ১৪টি গবাদি পশু অজানা কারণে মারা গেছে। দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘীর সরস্বতীগঞ্জের এই ঘটনায় চরম আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

গবাদি পশু মালিকদের দাবি, গরুগুলি দিনের বেলায় একেবারেই সুস্থ থাকছে । চরানোর পর একেবারেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল। কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু। ভোরবেলায় গোয়াল খুলতেই চোখে পড়ছে গবাদি পশুর নিথর দেহ। আবার অনেকে জানাচ্ছেন হঠাৎ করেই পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যাচ্ছে গরুগুলির, তারপর নিমেষের মধ্যেই মৃত্যু হচ্ছে। ঘটনায় রীতিমতো উদ্বোগ আশঙ্কায় ভুগছেন এলাকার মানুষজন।

এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হলেও ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। গবাদি পশুর এক মালিক উমা রায় কান্নার ভেঙে পড়ে বলেন, “আমাদের সংসার তো গরুর দুধ বিক্রির ওপর চলে। এইভাবে একের পর এক গরু মারা গেলে ঘরে খাবার আসবে কীভাবে? ডাক্তারও আসছে না, ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না।”

যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, “ব্লকের প্রাণী দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে। দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments