নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- শিলান্যাসের ১মাস পরেও শুরু হয়নি রাস্তা তৈরির কাজ। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। পথ অবরোধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। অন্যদিকে সরকারের টাকা নয়ছয়ের অভিযোগ করেছে বিজেপি। ঘটনা দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের।
প্রসঙ্গ সম্প্রতি কাঁকসার বিদবিহারের শিবপুর থেকে দুর্গাপুর ফরিদপুরের মধাইপুর পর্যন্ত জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় গ্রামোন্নয়ন দপ্তর। নতুন ১২কিলোমিটার পিচ রাস্তা তৈরির জন্য ১০কোটি টাকা বরাদ্দ করা হয়। মে মাসের ১৬ তারিখ সেই কাজের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। তারপর রাস্তা তৈরীর সামগ্রী রাস্তার পাশে ঢালাও হয়। কিন্তু কোনো অজানা কারণে এক মাস পেরিয়ে গেলেও রাস্তার কাজ শুরু হয়নি।
এদিকে জরাজীর্ণ কাদাময় রাস্তার পাশে নির্মাণের সামগ্রী পড়ে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গাড়ির চালক সহ পথচারীদের। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা দিতে যাতায়াত করতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পাচ্ছে বলেও অভিযোগ। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে রীতিমতো ভয় পান সকলে। ওই রাস্তা দিয়ে যাতায়াত নিয়ে একপ্রকার আতঙ্ক তৈরি হয়েছে সাধারণের মধ্যে। স্থানীয়দের দাবি ঠিকাদারকে নির্মাণ সামগ্রী রাস্তা থেকে সরানোর জন্য বলা হলেও তাতে কোনো কাজ হয়নি।
অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধী বিজেপি। বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন,”কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর সেই টাকা নয় ছয় করছে রাজ্যের প্রশাসন। জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই রাস্তার কাজ শুরু হল না। অথচ শিলান্যাস হয়ে গেল। পরিকল্পনা বিহীন উন্নয়ন করতে গিয়ে থুবড়ে পড়ছে প্রশাসন এটাই তার প্রমাণ।”
যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বিষয়টি নিয়ে খোঁজ খবর করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।





