নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নিজের মামার বাড়িতে চুরি করে ধরা পড়ে গেল ভাগ্নি ও তার বন্ধু। ঘটনা দুর্গাপুর মহকুমা কাঁকসা ব্লকের সরকার পাড়া এলাকার। ধৃতরা হল বুদবুদ থানা এলাকার বাসিন্দা স্বরূপা দত্ত ও তার বন্ধু বিষ্ণুপুরের বাসিন্দা সন্দীপ দত্ত।
জানা গেছে, চলতি মাসের ১২ তারিখে কাঁকসার সরকার পাড়ার এলাকার বাসিন্দা স্বরূপার মামার বাড়িতে চুরির ঘটনা ঘটে। সোনার গয়না সামগ্রী চুরি যায়। কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন স্বরূপার মামী। ৪৮ ঘণ্টার মধ্যে সেই চুরির ঘটনার কিনারা করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় যুক্ত রয়েছে বুদবুদের বাসিন্দা স্বরূপা। তাকে গ্রেফতার করে তার বন্ধু সন্দীপের কথাও জানতে পারে পুলিশ এবং বিষ্ণুপুর থেকে তাকেও গ্রফতার করা হয়।
সোমবার ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় কাঁকসা থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





