নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মদ্যপ অবস্থায় গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ভগত পল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম যীশু কুমার ওরফে রাজেশ (৪৬), পেশায় ট্যাঙ্কার চালক।
ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে ২০ দিন পর ফিরছিলেন যীশু। পথে তিরিশ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় মদ্যপ অবস্থায় বসেছিলেন স্থানীয় বাসিন্দা পিন্টু বাউড়ি। অভিযোগ যীশু কুমারকে দেখে গালিগালাজ করতে শুরু করেন পিন্টু। এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় হঠাৎ লোহার রড নিয়ে যীশুর উপর চড়াও হন পিন্টু এবং মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যীশু কুমার। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা গুরুতর জখম যীশু কুমারকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাচলাকালীন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় যীশু কুমারের।
অন্যদিকে যীশু কুমারের মৃত্যুর খবর পেয়ে অবস্থা বেগতিক বুঝে নিজেই কোকওভেন থানায় গিয়ে আত্মসমর্পন করেন অভিযুক্ত পিন্টু বাউরী। বুধবার তাকে নিজেদের হেফাজতে চেয়ে মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
এদিকে অচমকা ঘটে যাওয়া এই খুনের ঘটনায় ভগত পল্লী এলাকায় শোকের ছায়া নামে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান স্থানীয়রা।





