eaibanglai
Homeএই বাংলায়জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় নজর কাড়ল দুর্গাপুরের দুই প্রতিযোগী

জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় নজর কাড়ল দুর্গাপুরের দুই প্রতিযোগী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে গত ১৭-১৮ ডিসেম্বর দিল্লির তালকোত্রা স্টেডিয়ামে আয়োজিত ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ -এর অভূতপূর্ব সাফল্যে পেয়েছে দুর্গাপুরের প্রতিযোগীতারা। সারা দেশের চারটি জোন থেকে ( ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ) প্রায় এক হাজার প্রতিযোগী এই জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে ইস্ট জোন তথা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন ১২০ জন। এই ১২০ জনের মধ্যে আবার ১৩ জন ছিলেন দুর্গাপুরের। এই ১৩ জন চারটি বিভাগে লড়ে ৩২ টি মেডেল জিতে নেয়। প্রসঙ্গত সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা সবচেয়ে বেশী মেডেল জিতেছে।

দুর্গাপুরের বিভিন্ন বয়সের প্রতিযোগীদের মধ্যে প্রাপ্ত বয়স্ক দুই প্রতিযোগী নজর কেড়েছেন। এরা হলেন নিকেশ কুমার সিং এবং অঙ্কিতা সরকার। নিকেশ কুমার সিং সিনিয়ার মেনস বিভাগে লড়ে দুটি ব্রোঞ্চ এবং অঙ্কিতা সরকার সিনিয়ার উইমেন্স বিভাগে লড়ে একটি দুটি সোনা ও একটি রূপো জিতেছেন। নিকেশ কুমার সিং জানান, ন্যাশনালের জন্য সিলেক্ট হলেও সেখানে মেডেল জিতবেন বলে আশা করেননি। কারণ জাতীয় স্তরে লড়াইটা অনেক বেশী। কোচ, স্ত্রী ও পরিবারের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে অঙ্কিতা জানান আগামী দিনে প্রতিটি বিভাগে গোল্ড জয়ের লক্ষ্যে নিয়ে এবার এগিয়ে যাবেন।

প্রসঙ্গত গত অগস্টে ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত হয় ইস্ট জোনের ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ। সেখানে জয়ীরা সরাসির জাতীয় স্তরে ন্যাশনালে খেলার জন্য নির্বাচিত হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments