eaibanglai
Homeএই বাংলায়কথা ও কবিতার ২৫ বছর পূর্তি অনুষ্ঠান

কথা ও কবিতার ২৫ বছর পূর্তি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্প শহরের খ্যাতনামা বাচিক শিল্পচর্চা কেন্দ্র কথা ও কবিতার ২৫ তম বর্ষপূর্তি উৎসব সম্প্রতি সাড়ম্বরে পালিত হলো। সিটি সেন্টার- এর সৃজনী প্রেক্ষাগৃহে বিশিষ্ট বাচিক শিল্পী মিতা চৌধুরীর অধীনে প্রশিক্ষন প্রাপ্ত দেড় শতাধিক বিভিন্ন বয়সী শিল্পীরা ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে অত্যন্ত সপ্রতিভ ও সাবলীল ভঙ্গিতে একক অথবা সম্মেলক আবৃত্তির অনুষ্ঠানে অংশ নিলেন ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও যাঁরা অসাধারণ অবদান রেখেছেন এমন গুণী শিল্পীদের সম্মাননা জ্ঞাপন। ২৫ জনের মধ্যে ছিলেন বাচিক শিল্পী রত্না মিত্র,বিপ্লব মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, কাকলি রায়, সুজিত চৌধুরী, বরুণ রায়, হৃদয় সাই, প্রসুন চট্টোপাধ্যায় প্রমূখ , সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, অলোকনাথ চৌধুরী,রুমা দাস, আনন্দিতা রায় , নৃত্যশিল্পী শিপ্রা মিত্র, নির্মল নাগ, মনীষা ভট্টাচার্য, মন্দিরা পালচৌধুরী প্রমূখ নাট্য ব্যক্তিত্ব দীপক দেব, সব্যসাচী বিশ্বাস, শ্যামল বিশ্বাস প্রমূখ, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী,দিশারী মুখোপাধ্যায় প্রমূখ তবলা শিল্পী শঙ্কর ঘোষ, চিকিৎসক ড: দীপান্বিতা সেন,ড: রুনু মুখোপাধ্যায় ড: শর্মিষ্ঠা দাস প্রমূখ ।

সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন- কথা ও কবিতার কর্ণধার মিতা চৌধুরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments