eaibanglai
Homeএই বাংলায়বাংলাদেশে ধৃত সন্ন্যাসীর আইনজীবীর ওপর হামলার প্রতিবাদ দুর্গাপুরে

বাংলাদেশে ধৃত সন্ন্যাসীর আইনজীবীর ওপর হামলার প্রতিবাদ দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত ৫ অগস্ট সরকার পতনের পর থেকে অচলাবস্থা বাংলাদেশে। দেশ জুড়ে বিশৃঙ্খলা চলার পাশাপাশি সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচরের অভিযোগ উঠছে বারে বারে। এরই মধ্যে ইসকনের এক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে সেদেশের অন্তবর্তীকালীন সরকার। এমনকি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ফলে তাঁর পক্ষে সওয়াল জবাব করার জন্য কোনো আইনজীবী দাঁড়াতে পারছেন না। ফলে মামলা শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এক মাস।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ভারতের একাধিক সংগঠন। এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। এদিন আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে একটি প্রতিবাদ মিছিলটি করেন। দ্রুত বাংলাদেশের পরিস্থিতির নিয়ন্ত্রণ আনা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।

দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী তুষার গুপ্তা বলেন,”যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে সেখানকার সরকার তা একেবারেই নির্মম। সেখানে মহিলারা সুরক্ষিত নয়। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরও হামলা চালানো হয়েছে। হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে গণপিটুনির। তা একেবারেই নিন্দনীয়। এই ঘটনাগুলির প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments