নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভগ্নপ্রায় আদালত ভবনের পুনর্নির্মাণের দাবিতে ৭ দিনের কর্মবিরতি শুরু করলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। এই আন্দোলনের অঙ্গ হিসেবে ৭ দিনের জন্য আদালতের সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মবিরতি চলবে ১৮ই আগস্ট, সোমবার পর্যন্ত।
প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই দুর্গাপুরের আদালত ভবনটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে, আর পুরো ভবনজুড়ে বিরাজ করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিস্থিতিতে বিচারপ্রক্রিয়া চালানো যেমন কঠিন, তেমনি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এখানে কর্মরত আইনজীবীরা। তাঁদের দাবি অবিলম্বে আদালত ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে, যাতে নিরাপদ ও সুস্থ পরিবেশে বিচারকার্য পরিচালনা করা যায়।
বিক্ষোভরত আইনজীবীদের দাবি, এর আগেও একাধিকবার প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনও সমাধান এমনকি প্রতিশ্রুতিও মেলেনি। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবারও এই দাবিকে সামনে রেখে সিটিসেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহকুমা আদালতের প্রায় শতাধিক আইনজীবী।
আইনজীবীদের মতে এটা শুধুমাত্র তাঁদের স্বার্থের প্রশ্ন নয়, ন্যায়বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত প্রয়োজন।
অন্যদিকে আইনজীবীদের এই কর্মবিরতির জেরে আদালতের স্বাভাবিক কাজকর্ম প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।





