eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে ম্যারাথন দৌড়ের সূচনায় ফুটবল তারকা বাইচুং ভুটিয়া

দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে ম্যারাথন দৌড়ের সূচনায় ফুটবল তারকা বাইচুং ভুটিয়া

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর জুড়ে এখন খেলাধুলার আমেজ। কারণ গত ৫ জানুয়ারি থেকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে শহরে শুরু হয়েছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫-এর মতো মেগা ইভেন্ট। শহরের একাধিক ক্রীড়া প্রাঙ্গন ও স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধেলাধূলার প্রতিযোগিতা। এই স্পোর্টস কার্নিভালে ৩২টি ইভেন্টে ও প্রায় ১৫,০০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা এবং অ্যাথলেটিক্স। এছাড়াও এই স্পোর্টস কার্নিভালের অন্যতম আকর্ষণ ম্যারাথন দৌড়।

রবিবার এই ম্যারাথন দৌড়ে ফ্ল্যাগ অফ করে দৌড়ের সূচনা করেন প্রাক্তন খ্যাতনামা ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ শহরের বিশিষ্ট জনেরা। ছেলেদের ১০ কিলোমিটার ও মেয়েদের ৬ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে শুরু হয়ে আবার স্টেডিয়ামেই শেষ হয়।

এই স্পোর্টস কার্নিভালের মাধ্যমে খেলাধুলার প্রসার ও দুর্গাপুর তথা শিল্পাঞ্চলে পুরানো খেলাধুলার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments