eaibanglai
Homeএই বাংলায়ডায়াবেটিস নিয়ে সচেতনতার উদ্দ্যেশ্যে অনুষ্ঠিত হতে চলেছে "দুর্গাপুর ম্যারাথন ফাইভ ‌কে"

ডায়াবেটিস নিয়ে সচেতনতার উদ্দ্যেশ্যে অনুষ্ঠিত হতে চলেছে “দুর্গাপুর ম্যারাথন ফাইভ ‌কে”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সংখ্যা তত্ত্ব বলছে বিশ্বের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত রোগী সংখ্যা ভারতবর্ষেই সবথেকে বেশী। মোট জনসংখ্যার ১১.৪ শতাংশ ডায়াবেটিক। দিন দিন সংখ্যাটা বেড়েই চলেছে। এমনকি ভবিষ্যতে এই রোগীর সংখ্যা প্রায় সাড়ে ১৩ কোটিতে পৌঁছে যাবে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে জন সাধারণের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর এবং জংশন মল। যৌথ উদ্যোগে আগামী ২৩শে জানুয়ারি দ্বিতীয় বর্ষের “দুর্গাপুর ম্যারাথন ফাইভ ‌কে” এর আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তাদের তরফে জানানো হয় ‌জংশন মল থেকে শুরু হয়ে গান্ধী মোড় ও উইমেন্স কলেজ হয়ে ফের জংশন মলেই শেষ হবে ৫ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়। দৌড়ে ছোট বড় মহিলা পুরুষ সকলেই অংশ্রগ্রহণ করতে পারবেন। মোট ৫০০ জন প্রতিযোগী এই ম্যারাথনে যোগ দিতে পারবেন। তবে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন রকম ফি লাগবে না। ১৮ ও ১৯ জানুয়ারি শনি ও রবি দুদিন জংশন মলে নাম নথিভুক্ত করা যাবে। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ১৫ হাজার,১০ হাজার ও ৫ হাজার টাকা পুস্কার দেওয়া হবে। এছাড়াও থাকবে সার্টিফিকেট, মেডেল ও টি শার্ট ‌‌। যা প্রত্যেক অংশগ্রহকারীকেই দেওয়া হবে।

শুক্রবার বেনাচিতির প্রান্তিকায় দুর্গাপুর লায়ন্স ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি হিমাল দত্ত , লায়ন বিপ্লব চ্যাটার্জী ‌, দুর্গাপুর জংশন মলের সিইও‌ অরিজিৎ চ্যাটার্জী , দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সম্পাদক সুপ্রিয় গাঙ্গুলী।

প্রসঙ্গত উল্লেখ্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ও “দুর্গাপুর ম্যারাথন ফাইভ ‌কে” কে সফল ভাবে অনুষ্ঠিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মোহনবাগান ফ্যান ক্লাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments