নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে এক যুবকের খুনের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হল মহকুমা আদালত চত্বর। মৃতের স্ত্রী, মা, পরিবার, আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা শনিবার মহকুমা আদালতের সামনে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন প্রতিবাদীরা।
প্রসঙ্গত গত শনিবার রাতে দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির একটি বিয়ের অনুষ্ঠানে বছর ১৮-র যুবক আতিশ বেদকে খুন করার অভিযোগ ওঠে বরপক্ষের বিরুদ্ধে। জানা যায় বিয়ে বাড়ির ডান্স ফ্লোরে কোন গান বাজবে তাই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। এর মাঝেই আতিশ বেদকে টেনে হিচড়ে নিয়ে যায় বর পক্ষের কয়েকজন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় মৃত যুবক কনের সম্পর্কে ভাই। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ও রাতেই বর পক্ষের তিন জনকে আটক করে নিয়ে যায়। পরে তাদের গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে গত রবিবার আরও এক বরপক্ষকে গ্রেফতার করে। আসানসোলের বরাকর থেকে এসেছিল বরপক্ষ। অপ্রত্যাশিত ওই ঘটনার দরুন ভেস্তে যায় বিয়ে যায় বিয়ের অনুষ্ঠা, পাশাপাশি বাতিল হয়ে যায় বিয়ে।
অন্যদিকে কনে পক্ষ বরপক্ষের বিরুদ্ধে গুলি করে তাদের আত্মীয়কে খুনের অভিযোগ করেন। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় পরে জানান, গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। মৃতদের শরীরে ক্ষতচিহ্ন দেখে অনুমান কোনো ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল।
এদিন মহকুমা আদালতের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন পাণ্ডবেশ্বরের বাঙালপাড়ার বাসিন্দা মৃতের সদ্যবিবাহিত স্ত্রী ও মা। দুজনেই ঘটনায় মূল অভিযুক্ত টাকলু পাশওয়ানের ফাঁসি দাবি করেন। পাশাপাশি ওই ঘটনায় যারা জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





