নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহর দুর্গাপুরকে পরিষ্কার রাখতে নয়া উদ্যোগ নিল দুর্গাপুর নগর নিগম। প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যায়ে কেনা হয়েছে ‘লিফ এন্ড গারবেজ সাকশন মেশিন’ নামক আধুনিক প্রযুক্তির মেশিন। বুধবার এই নয়া মেশিনের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন নগর নিগমের পরিচালক সমিতির সদস্যা রাখি তেওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ নগর নিগমের আধিকারিকরা।
এই মেশিনটি শুকনো পাতা আবর্জনা থেকে শুরু ভিজে আবর্জনা সবই পরিস্কার করতে পারবে। এছাড়াও রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক বা বন্ধ নিকাশিনালার আবর্জনাও তুলতে সক্ষম। মেশিনটি শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই ব্যবহার করা যাবে বলে জানিয়েছ মেশিন প্রস্তুতকারক সংস্থার। এবার থেকে নগর নিগমের পাঁচটি বোরোতেই মেশিনটি ব্যবহার করা হবে বলে জানান রাখি তেওয়ারি।
অন্যদিকে অনিন্দিতা মুখোপাধ্যায় জানান রাজ্যে দুর্গাপুর নগর নিগমই প্রথম এই আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার শুরু করল। আগামী দিনে যা অন্যদের জন্য দিশারি হবে বলে আশা করা যায়। পাশাপাশি তিনি জাানন পুণেতে প্রথম তিনি এই মেশিনটি দেখেন এবং নগর নিগমের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এই মেশিন কেনার ব্যবস্থা করেন।
এই মেশিন নোংরা আবর্জা পরিস্কার করে শহরকে তো পরিছন্ন রাখবেই, পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও সাহায্য় করবে বলে জানানো হয়েছে। কারণ শীতের মরশুমে শহর জুড়ে ঝরা পাতা জমে যায়। প্রায়ই ওই পাতা পরিষ্কারের জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। যা থেকে বায়ু দূষণের সম্ভাবনা থাকে। এবার থেকে ‘লিফ এন্ড গারবেজ সাকশন মেশিন’ দিয়েই পাতা পরিস্কার করা যাবে, ফলে দূষণের কোনো সম্ভাবনা থাকবে না। এক কথায় বলতে গেলে এই মেশিন স্মার্ট সিটি দুর্গাপুরকে গ্রিন সিটি ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করেছে দুর্গাপুর নগর নিগম।





