নিজস্ব সংবাদদাতাঃ– শুক্রবার দুর্গাপুরের মলানদিঘীর বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেলের রুম থেকে এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রীর নাম সুপ্রিয়া কোটাল(২৩)। বাড়ি পাণ্ডবেশ্বরের উপর পাড়া এলাকায়। সে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল বলে জানা গেছে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ নার্সিং হোস্টেলের কয়েকজন ছাত্রী ওয়ার্ডেনকে জানায় সুপ্রিয়া কোটালের রুমের দরজা বন্ধ। ওয়ার্ডেন কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে দেখেন রুমের সিলিং ফ্যান থেকে ছাত্রী দেহ ঝুলছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে খবর দেওয়া হয় মলানদিঘী ফাঁড়ির পুলিশকে। পুলিশ পরে ছাত্রীর হোস্টেল রুম থেকে বেশকিছু জিনিসপত্র উদ্ধার করে নিয়ে যায়।
মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা জানান কলেজ থেকে তাদের জানানো হয়েছেলি সুপ্রিয়া আত্মহত্যা করেছে। তবে কেন ওই ছাত্রী আত্মহননের পথ বেছে নিল তা নিয়ে ধন্ধ কাটেনি। পরিবারের সদস্যদের দাবি তাদের মেয়ে স্বাভাবিক ছিল। বাড়িতে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়নি। তবে সম্প্রতি পরীক্ষায় ওই ছাত্রী উত্তীর্ণ হতে পারেননি বলে জানা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মলানদিঘী ফাঁড়ির পুলিশ।





