নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বেসরকারি মেডিক্যাল কলেজের বহুতল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরের রাজবাঁধে। মৃত শ্রমিকের নাম প্রতাপ রায় (৩৮)। দুর্গাপুরের কোক ওভেন থানার শ্যামপুর কলোনির বাসিন্দা।
জানা গেছে ঠিকা শ্রমিকের কাজ করতো প্রতাপ। এদিন রাজবাঁধের ওই বেসরকারি মেডিক্যালের বহুতল ভবনে জানলার কাঁচ লাগানোর কাজ করছিল সে। সেই সময় আসাবধানতাবশত পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ কোন নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিল ওই যুবক।
ঘটনার পরই নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় অন্যান্য শ্রমিকরা। বিক্ষোভকারী মৃণাল কান্তি সমাদ্দার বলেন,”আমরা ক্ষতিপূরণের দাবি এবং ওর পরিবারের যেহেতু ওই মাথা ছিল সে জন্য পরিবারের একজনের কাজের দাবি করছি। কর্তৃপক্ষ জানিয়েছেন আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।”


















