সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- দুর্গাপুরে ডাক্তারী পড়ুয়া ছাত্রীর গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করলেন উড়িষ্যার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। সোমবার বিকেলে তিন সদস্যর এক প্রতিনিধি দল শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে পৌঁছন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তি। কিন্তু এদিন বিকেলে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসও নির্যাতিতার সঙ্গে দেখা করতে মেডিক্যাল কলেজে পৌঁছন। যা নিয়ে সাময়িক সমস্যার তৈরি হয়। বাধার মুখে পড়তে হয় মহিলা কমিশনের প্রতিনিধি দলকে।
জানা গেছে এদিন সকালেই উড়িষ্যার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তি দুর্গাপুরে আসার কথা জানিয়েছিলেন। সেই মতো বিকেল পাঁচটা নাগাদ মেডিক্যাল কলেজে পৌঁছন তাঁরা । এদিকে তার কিছুপক্ষণ আগেই রাজ্যপাল নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান মেডিক্যাল কলেজে। এদিকে মহিলা কমিশনের প্রতিনিধি দল মেডিক্যাল কলেজে পৌঁছলে তাঁদের ব্যারিকেডে আটকে দেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তি। প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর তাঁদের ঢুকতে দেওয়া হয়। কিন্তু রাজ্যপাল ৫টা থেকে ৬ টা প্রায় এক ঘণ্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলেন। সেই সময় মহিলা কমিশনের প্রতিনিধিদের বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।
যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে রাজ্যপাল চলে যাওয়ার পর মহিলা কমিশনের সদস্যরা নির্যাতিতার সঙ্গে কথা বলেন। একইসঙ্গে, তারা কথা বলেন নির্যাতিতার বাবা-মা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।
যদিও রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গাঙ্গুলি উড়িষ্যা রাজ্য মহিলা কমিশনের আসাকে স্বাগত জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, “কেউ আসতেই পারেন। তাতে আমাদের কোন সমস্যা নেই। আমার সঙ্গে দীর্ঘক্ষন উড়িষ্যা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কথা হয়েছে।”
প্রসঙ্গত গত রবিবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গাঙ্গুলির নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতিতা ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দেখা করে কথা বলেন।





