নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়া ধর্ষণকাণ্ডে টি-আই প্যারেডের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১০ অক্টোবর শুক্রবার টি-আই প্যারেড অনুষ্ঠিত হবে। সেদিন নির্যাতিতার সমনাসামনি অভিযুক্তদের দাঁড় করয়ি সনাক্তকরণ করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে বুধবার ধৃতদের ফের আদালতে পেশ করা হলে তিনজনের দশ দিনের ও দুজনের নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এছাড়া ধৃত সহপাঠীর সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এরমধ্যে গত মঙ্গলবার ধৃতদের মধ্যে শেখ সফিক এবং শেখ রিয়াজউদ্দিনকে আদালতে উপস্থিত করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য।
প্রসঙ্গত, চলতি মাসের ১০ তারিখ রাতে দুর্গাপুরের আইকিউসিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এক সহপাঠী পুরুষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার হয়। অভিযোগ ক্যাম্পাস সংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। তদন্তে নেমে ক্যাম্পাস সংলগ্ন বিজড়া গ্রাম থেকে পাঁচ জনকে এবং পরে নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করা হয়।





