নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে আর্ট গ্যালারি, বিজ্ঞান প্রদর্শনী থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মেলা ঘিরে সরগরম দুর্গাপুর। প্রতিদিনিই বহু শহরবাসী মেলা প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন। রবিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার খুব আগ্রহের সঙ্গে এই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রসঙ্গত দিন দুই আগে ইস্পাতনগরীর তিলক রোড ময়দানে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে শুরু হয়েছে এক বিশাল স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক মেলা। মেলার মূল আকর্ষণ স্বাস্থ্য শিবির। যেখানে দুর্গাপুর কলকাতা ও দক্ষিণের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করছেন। প্রতিদিন বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। এমনকি ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার থেকে থেকে শুরু করে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্তরাও মেলার স্বাস্থ্য শিবিরে ভিড় জমাচ্ছেন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। এছাড়াও বিনা ব্যায়ে রক্ত পরীক্ষা করছে বিভিন্ন প্যাথলজি সেন্টার।
স্বাস্থ্য শিবিরে যোগ দিয়েছেন অনেক নবীন চিকিৎসকও। সেরকমই একজন দন্ত বিশেষজ্ঞ ডাঃ তনয়া বাদ্যকর। সদ্য সদ্য ডেন্টালে মাস্টার্স ডিগ্রিধারী তনয়া জানালেন, চিকিৎসা জীবনের শুরুতেই এই চিকিৎসা শিবিরে বিনা মূল্যে রোগী দেখে ও প্রত্যেকের আশীর্বাদ পেয়ে তিনি খুব আনন্দিত।
এছাড়াও এই মেলায় একটি আর্ট গ্যালারি ও বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর ভিড় জমাচ্ছে। হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন রকম কলাকৌশল দেখানো হচ্ছে বিজ্ঞান প্রদর্শনীতে।
মেলায় রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থাও। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে নানা রকম অনুষ্ঠান। তার মধ্যে অন্যতম সদ্য প্রয়াত বিশ্ব বিখ্যাত তবলা বাদক জাকির হোসেনের স্মরণে আয়োজিত হওয়া এক অনুষ্ঠান। যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক দুর্গাপুরের ছেলে সৌমিত্রজিৎ চ্যাটার্জি, তাঁর শিক্ষার্থী ছাত্রদের নিয়ে তবলার যুগলবন্দী অনুষ্ঠান করে প্রয়াত প্রবাদপ্রতিম তবলা বাদকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী ইন্দ্রনাথ মুখার্জী জানালেন এই মেলা ঘিরে ইস্পাত নগরীর বাসিন্দাদের মধ্যে প্রচন্ড আগ্রহ সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে অভিনব এই মেলা।