eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে শুরু হল ৪৪তম কল্পতরু উৎসব

দুর্গাপুরে শুরু হল ৪৪তম কল্পতরু উৎসব

মনোজ সিংহ, দুর্গাপুর:- এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বুধবার সন্ধ্যায় শুভ উদ্বোধন হলো দুর্গাপুর স্টেশন সংলগ্ন কোক ওভেন এলাকায় অবস্থিত গামন ব্রিজ ফুটবল গ্রাউন্ডে ৪৪তম কল্পতরু উৎসব।

১৮৮৬ সালে জানুয়ারী মাসের প্রথম দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন। তাঁর অনুগামীরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১লা জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশের দিন, যখন তিনি হয়ে ওঠেন যাকে এখন জনপ্রিয়ভাবে কল্পতরু বলা হয়, “ইচ্ছা পূরণকারী গাছ।” এই দিনটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ভক্তদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে, তারা এটিকে ঐতিহ্যগত আচার ও শ্রদ্ধার সাথে উদযাপন করে।

আজ (বুধবার) সন্ধ্যায় দুর্গাপুরের গামন ব্রিজ খেলার মাঠে ৪৪ তম কল্পতরু উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এই উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপার্সেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর সহ মেলা কমিটির উদ্যোক্তারা।

এ বছরে ৪৪তম কল্পতরু উৎসব মেলার প্রধান আকর্ষণ দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দিরের আদলে তৈরি গেট। আজ বুধবার সন্ধ্যায় জেলা সহ আশেপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫ হাজার মানুষের সমাগম হয়েছে । মেলায় বসেছে প্রায় ২৫০শোটি স্টল। রয়েছে বই মেলাও। মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে বিশেষ নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ। আকাশে ড্রোনের সাহায্যে চলছে কড়া নজরদারি।

দুর্গাপুরের ৪৪ তম কল্পতরু উৎসবের উদ্বোধনে এসে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক বলেন,”আজকের দিনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন “সবার চৈতন্য হোক।” ঠাকুরের কথাকে সামনে রেখে শুরু হলো এই বছরেরও কল্পতরু উৎসব। দুর্গাপুরের কল্পতরু উৎসব কমিটি প্রতি বছরের মতো এবছরও ২০ লক্ষ টাকার চেক তুলে দিলেন উপস্থিত মন্ত্রী মহাশয় এর হাতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলের জন্য।

দুর্গাপুর কল্পতরু উৎসব কমিটির অন্যতম সদস্য দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন, “দুর্গাপুর কল্পতরু উৎসব এবার ৪৪ তম বর্ষে পদার্পণ করল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ঐতিহ্যবাহী এই কল্পতরু মেলা প্রতিবছরেই অত্যন্ত আন্তরিকতার সাথে ও শ্রদ্ধার সাথে অনুষ্ঠিত হয়। আমাদের জেলা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মানুষ আমাদের এই কল্পতরু উৎসবে অংশগ্রহণ করেন। কল্পতরু উৎসব কমিটির সদস্যরা শুধুমাত্র মেলা পরিচালনায় করে না, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে এই মেলা কমিটি। স্থানীয় বিভিন্ন এলাকার উন্নয়ন ও মানুষের সাহায্যার্থে আন্তরিকতার সাথে মেলা কমিটি কমিটির সকল সদস্যরা অংশগ্রহণ করেন। মেলা কমিটির পক্ষ থেকে আগত সকল মানুষকে জানাই কল্পতরু উৎসব কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। এই কল্পতরু মেলাতে যাতে আরো বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা মানুষের কাছে অনুরোধ রাখলাম। এবছর দুর্গাপুরের কল্পতরু উৎসব সর্বস্তরের মানুষের এক মহামিলন ক্ষেত্র যেন হয়ে উঠে সেই আসা রাখি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments