নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার দুর্গাপুরের অনুষ্ঠিত হলো মেন্টাল ম্যাথ অ্যাবাকাসের রাজ্য স্তরের প্রতিযোগিতা। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বসেছিল এই প্রতিযোগিতার আসর। ৫ থেকে ১৪ বছর বয়সী পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪২টি শাখার প্রায় সাড়ে সাতশো ছাত্র-ছাত্রী এতে অংশ নিয়েছিল। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীদের ভাগ করা হয়েছিল। প্রতিযোগিতায় কৃতকার্যদের পুরস্কৃত করা হয়।
পড়ুয়াদের গণনাদক্ষতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। অন্যদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবকরা জানান এই ধরণের প্রতিযোগিতা শুধু গণনাদক্ষতা বৃদ্ধিই করে না, তার পাশাপাশি ক্ষুদে পড়ুয়াদের আত্মবিশ্বাসীও করে তোলে।



















