eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মাইক্রোটেকের লিথিয়াম ব্যাটারি উদ্বোধন

দুর্গাপুরে মাইক্রোটেকের লিথিয়াম ব্যাটারি উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরাঃ- দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং বর্তমান সময়ে অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে, বাজারে ক্রমশ লিথিয়াম ব্যাটারির চাহিদা এবং জনপ্রিয়তা বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে বাজারে লিথিয়াম ব্যাটারি এনেছে মাইক্রোটেক। এবার থেকে এই সংস্থার ব্যাটারি মিলবে মিলবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়- বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটিসেন্টারের এক বেসরকারি হোটেলে সংস্থার তরফে এই বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে পাঁচ জেলার ডিলাররা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার জোনাল সেলস ম্যানেজার অরিজিৎ ব্যানার্জি, সিনিয়র সেলস ম্যানেজার লালন ঝা, এরিয়া বিজনেস ম্যানেজার গুরদেব সিং,মার্কেটিং জামুরিয়া প্রদীপ দুকানিয়া সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

গণেশ বন্দনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে বিষদে জানান। এই ব্যাটারি সহজেই যেকোনো জায়গায় বহন করা যায়। এছাড়া এই ব্যাটারিতে জলের প্রয়োজন হয়না। এর পাশাপাশি, সংস্থার দাবি এটি সময়ে সময়ে আপগ্রেডও করা যাবে। এমনকি ব্যাটারির কোনো সমস্যা হলে সংস্থার কর্মীরা তাৎক্ষণিকভাবে তা মেরামতির ব্যবস্থা করবে।

প্রসঙ্গত মাইক্রোটেক ভারতের একটি সুপরিচিত বৈদ্যুতিক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা। সংস্থার দাবি তারা মানুষের ইচ্ছার কথা মাথায় রেখে পণ্য তৈরি করে এবং এর সাথে গ্যারান্টি ও পরিষেবা দেয়।

সংস্থার জোনাল সেলস ম্যানেজার অরিজিৎ ব্যানার্জি এদিন বলেন, ” প্রতি বছর আমরা বিভিন্ন জেলায় যাই এবং ডিলারদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করি। যেখানেই বেশি সুযোগ-সুবিধা থাকে, সেখানে কোম্পানির কর্মকর্তারা ডিলারের সাথে সমস্যাগুলি শোনেন এবং সমাধান করেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments