নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খাবারে বিষাক্ত পোকা, ক্ষোভ দুর্গাপুরে। ঘটনা দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার ১৭০নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।
জানা গেছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় একশোরও অধিক শিশু ও গর্ভবতী মায়েদের জন্য় খাবার দেওয়া হয়। প্রতিদিনের মতো এদিনও খাবর বিতিরণ করা হয়েছিল কেন্দ্র থেকে। এদিন দেওয়া হয়েছিল খিচুরি ও সেদ্ধ ডিম। এরপরই এক শিশু ওই খাবার খেয়ে বমি করলে শিশুর মা নাজমা বিবি লক্ষ্য করেন তার শিশুর খাবারে পোকা ভাসছে। সঙ্গে সঙ্গে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান ও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু অভিযোগ খাবারে পোকার বিষয়টি জানতে পেরে নাজমা বিবির সঙ্গে দুর্ব্যবহার করেন কেন্দ্রের কর্মীরা। পরে জানা আরও বেশ কয়েকটি শিশু ওই খাবর খেয়ে বমি করেছে। এরপরই শিশুর অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন ও এলাকার সকলে মিলে প্রতিবাদ জানান ও বিক্ষোভ দেখান।
স্থানীয়দের দাবি পরিছন্নতা বজায় রেখে রান্না হয় না স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। রান্না ঘরটিও অপরিস্কার অপরিছন্ন। মাঝে মধ্যেই খাবারের মধ্যে পোকামাকড় দেখা যায়। কিন্তু কেন্দ্রের কর্মীদের অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়না, বরং তারা উল্টে হুমকি দেয়।
যদিও জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন বলেন, “এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাবো। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয় বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেখানে শিশু আর গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানেই এই হাল। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারা। দেখার কেউ নেই। আমরা তীব্র প্রতিবাদ করছি। দ্রুত কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা আন্দোলনে নামবো।”