নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে মিনিবাস দুর্ঘটনা। জখম চালক সহ সাত যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে সিটিসেন্টারে মহকুমা শাসকের দপ্তরের কাছে। দুর্গাপুর-রানীগঞ্জ রুটের মিনিবাসটি দুর্গাপুর থেকে সিটিসেন্টার বাসস্ট্যান্ডে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রীবাসী মিনিবাসটি প্রচণ্ডগতিতে ছুটছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহকুমা শাসকের ভবন পেরোনোর পরে ভগৎ সিং স্টেডিয়ামের সামনের বাসস্ট্যান্ড সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন মিনিমাসের চালক। সেই সময় বাসে ছয় সাত জন যাত্রী ছিলেন। সকলেই অল্পবিস্তর আহত হন। পুলিশকে সকলকে উদ্ধার করে সিটিসেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে জখম মিনিবাসের চালক জানান, তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করায় বাসের নিয়ন্ত্রণ হারান। তার জেরেই দুর্ঘটনাটি ঘটে।





