নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে “আমাদের পাড়া আমাদের সমাধান”কর্মসূচি পরিদর্শনে উপস্থিত হলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। এদিন দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘী পঞ্চায়েতের কুলডিহা গ্রামে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের কাছে এলাকার সমস্যার কথা জানতে চান। অন্যদিকে এই কর্মসূচির পাশেই সিপিএম পঞ্চায়েত সদস্য সুনীল টুডু এবং সিপিএম কর্মীরা সহায়তা শিবিরের আয়োজন করেছিলেন। তাঁরা জানান এলাকার সাধারণ মানুষের পাশে থাকার জন্য শিবির করা হয়েছে। তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি কেউ কোন ফর্ম নিয়ে এলে সেগুলো পূরণ করে সাহায্য় করা হচ্ছে। এদিন মন্ত্রীকে সিপিএমের এই শিবির নিয়ে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন, “৩৪ বছর কেন করেনি। সহযোগিতা করছে না অসহযোগিতা করছে। তবে আমাদের সরকার মানুষের পাশে থাকতে মানুষের কাজ করছে।”
কাঁকসার পাশাপাশি এদিন দুর্গাপুরের সগরভাঙ্গা হিন্দি হাই স্কুলে আয়োজিত “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিও পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে ডাঃ শশী পাঁজা জানান, “হাউসিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই অর্থের যথাযথ ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করা হবে।”
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা, রাখি তেওয়ারি। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাভলম, দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সরকারি আধিকারিকরা।





