eaibanglai
Homeএই বাংলায়জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব দুর্গাপুরের পাঁচ বছরের শ্রেয়ার

জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব দুর্গাপুরের পাঁচ বছরের শ্রেয়ার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মাত্র পাঁচ বছর বয়সে জুনিয়র মিস ইন্ডিয়া রানার-আপের শিরোপা পেল দুর্গাপুরের ছোট্ট শ্রেয়া। পাঁচ বছর বয়সে যেখানে সবে পড়াশুনা শুরু করে শিশুরা সেখানে শ্রেয়ার এই সাফল্যে রীতিমত বিষ্মিত শহরবাসী।

সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোর শহরের অভিজাত ম্যারিয়ট হোটেলে বসেছিল জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আসর। যেখানে সারা ভারতের ২৫টি রাজ্য থেকে বাছাই করা ৩০ জন শিশু অংশগ্রহণ করেছিল। ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। সেখান জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালে সর্বকনিষ্ঠ প্রথম রানার আপের খেতাব জিতে নেয় পাঁচ বছরের শ্রেয়া গড়াই।

দুর্গাপুরের বিধানগরের বাসিন্দা অভিজিৎ গড়াই এবং পম্পি গড়াইয়ের একমাত্র মেয়ে শ্রেয়া দিল্লি পাবলিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। পম্পি জানান তিন বছর বয়সেই শ্রেয়া শিল্পনগরীতে আয়োজিত এক প্রতিযোগিতায় অংশ নেয় এবং খুব প্রশংসিত হয়। এরপরই জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় মেয়েকে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। প্রসঙ্গত দেশের ২৫টি রাজ্যের ৪০টি শহরে এই প্রতিযোগিতার জন্য অডিশন হয়। যাতে পাঁচ থেকে সাত বছর বয়সী লক্ষাধিক শিশু অংশ নেয় এবং নির্বাচকরা তাদের মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য ৩০ জনকে নির্বাচিত করেন। যার মধ্যে ছিল দুর্গাপুরের ছোট্ট শ্রেয়াও।

শ্রেয়ার এই সাফল্যে একাধারে যেমন গর্বিত পুরো গড়াই পরিবার তেমনি গর্বিত তার স্কুল থেকে শুরু করে শহরবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments