নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার দুর্গাপুরের অনুষ্ঠিত হল বিজেপির এক বিশেষ কার্যকর্তা বৈঠক। এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এদিনের বৈঠক থেকে সনাতনীদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন বলি তারকা।
এদিন শিল্পাঞ্চলের ইস্পাত নগরীর নেতাজি ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির এই বিশেষ কর্মসূচি। যেখানে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার বুথ ও মন্ডল থেকে কয়েকশো কার্যকর্তা উপস্থিত ছিলেন। সভায় ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষণ ঘরুই এবং অন্যান্য নেতৃবৃন্দ। তবে এদিনের কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিলেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
মঞ্চে থেকে এদিন মিঠুন চক্রবর্তী সনাতনীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সনাতনী, আমরা হিন্দু, আমাদের উৎস সনাতন। এখন সময় এসেছে সকল সনাতনীদের একত্রিত হওয়ার। গর্বের সঙ্গে ঘোষণা করুন— আমরা সনাতনী। আমরা কারও ব্যক্তিগত শত্রু নই, আমাদের লড়াই শাসক তৃণমূলের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু বিজেপির শক্তি তার কর্মীদের মধ্যে, আর আমরা জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ দেব।”
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় বিজেপির মুখ কে হবেন? এই প্রশ্নের উত্তরে মিঠুন বলেন,”নির্বাচনের আগে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না। দলের মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতীক পদ্মফুল। নির্বাচনের পরই নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী নির্ধারণ করবেন।”
প্রসঙ্গত রাজ্যে আগামী নির্বাচনের আগে বিজেপির সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমেছেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কর্মী সম্মেলন করছেন তিনি। নেতা-কর্মীদের অভাব অভিযোগ শুনছেন। তারই মধ্যে পালটা দেওয়ার দাওয়াই দিয়ে বিতর্কেও জড়িয়েছেন।





