eaibanglai
Homeএই বাংলায়খেলার মাঠে প্রধানমন্ত্রীর সভা করা নিয়ে প্রতিবাদ তৃণমূলের

খেলার মাঠে প্রধানমন্ত্রীর সভা করা নিয়ে প্রতিবাদ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- খেলার স্টেডিয়ামে নরেন্দ্র মোদির জনসভা করে মাঠ নষ্ট করেছে বিজেপি। এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল তৃণমূল।

প্রসঙ্গত, গতকালই দুর্গাপুরের ইস্পাত নগরীর রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতেই দিনভর বৃষ্টিতে নেহেরু স্টেডিয়াম পরিণত হলো জলা জমিতে। আর সেই জমিতে ধানের বীজ রোপন করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

জেলা তৃণমূলের সভাপতির অভিযোগ, “রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে। দুর্গাপুরের ঐতিহ্য বলা যেতে পারে এই নেহেরু স্টেডিয়ামকে। দুর্গাপুরের অন্য জায়গাতেও সভা করা যেত। কিন্তু সেই সব জায়গা ছেড়ে খেলার মাঠে সভা করে সব শেষ করে দিলেন। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে চিঠি করছি। দ্রুততার সাথে আগের ছন্দে নেহেরু স্টেডিয়াম কে ফিরিয়ে দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”

অন্যদিকে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচির পাল্টা জবাব দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি দাবি করেন,কেন্দ্রীয় সরকারের জমিতে প্রধানমন্ত্রীর সভা করেছেন। এখনো ২৪ ঘন্টা পেরোইনি। প্যান্ডেল খোলার কাজ চলছে। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতিকে কটাক্ষ করে বলেন, “উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন সেই জন্যই এইসব করছেন।”

সব মিলিয়ে প্রধান মন্ত্রীর সভা ঘিরে এখনও সরগরম শিল্পশহরের রাজনৈতিক মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments