নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বামপন্থী শ্রমিক সংগঠন সিটু’র নেতৃত্বে, “শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও” – এই স্লোগান নিয়ে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পদযাত্রা ও প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। যেখানে বন্ধ কারখানা খোলা, বেকারত্ব দূরীকরণ এবং রাজ্যের অর্থনৈতিক সংকট মোকাবিলা করার দাবি তোলা হচ্ছে।
এই কর্মসূচিতেই রবিবার দুর্গাপুরের ইস্পাত নগরীর জনসভায় যোগ দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। সেখানে তিনি বিজেপি এসআইআর নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রণন করেন । তিনি বলেন,”তেহেরপুরে আসার আগে ওনাকে ওড়িশায় যাওয়া উচিত ছিল। কারণ সেখানে হিন্দু উদ্বাস্তু মানুষদের পোড়ানো হচ্ছে। কিন্তু তাহেরপুরে কেন আসছেন জানেন? সেখানের পুরসভা সিপিএম দখলে রেখেছে। লাল হাটানোর চেষ্টা করতে আসবেন। বিজেপি এখন ক্ষতির খাতায় আছে। বিহারে ভোটে জেতার পর বুলডোজার রাজনীতি করছে। বাড়ি, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে।”এর পাশাপাশি মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত এস আই আর আবহে নদীয়ার তেহেরপুরে এক জনসভায় যোগ দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর জনসভার আগেই নরেন্দ্র মোদিকে দুর্গাপুর থেকে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
এছাড়াও কলকাতার যুবভারতীতে মেসির আগমন ঘিরে বিশৃঙ্খলার বিষয়টিও তোলেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করে তাঁকে বলতে শোনা যায় “বাম আমলে মারাদোনা এসেছিল তখন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখন ঘটছে নানান ঘটনা। এই সরকার একজন আন্তর্জাতিক মানের খেলোড়াকে নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে কীভাবে কাটমাটি খাবে, কীভাবে টিকিটের কালোবাজারি করবে, কীভাবে ভাইপো ভাইঝিদের নিয়ে ছবি তোলাবে তা নিয়েই ব্যস্ত, নেতা মন্ত্রী পুলিশ সান্ত্রী সব মিলেমিশে একাকার।”



















