eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে পাড়ার তরিণীকে শ্লীলতাহানির অভিযোগ

দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে পাড়ার তরিণীকে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে পাড়ার এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল দুর্গাপুরে। ঘটনাটি ৩৯ নম্বর ওয়ার্ডের আশিসনগর এলাকার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে থানায়।

আশিসনগর এলাকার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের দাদা শিবনাথ মণ্ডলের বিরুদ্ধে তাঁর পাড়ার এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে কোকওভেন থানায়। অভিযোগ অনুযায়ী, গতকাল সন্ধ্যায় শিবনাথ মণ্ডল ওই তরণীকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে তার কাজের জায়গা থেকে নিজস্ব চারচাকা গাড়িতে তোলে এবং দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। অভিযোগ গাড়ির মধ্যেই ওই তরণীর শ্লীলতাহানির চেষ্টা করেন ও অশালীন প্রস্তাব দেন। যদিও ওই তরুণী কান্নাকাটি শুরু করে দেওয়ায় পরে তাকে বাড়ির কাছে ছেড়ে দেন। তরুণী বাড়িতে গিয়ে পুরো বিষয়টি জানায় এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় এদিনই কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন।

তরুণীর মা জানান অভিযুক্ত তার বয়সী তারা এক সঙ্গে পড়াশুনা করেছেন, পাড়ার পরিচিত ব্যক্তি। ঘটনায় তিনি ও তার পরিবার আতঙ্কে রয়েছেন। তাঁর প্রশ্ন পরিচিতরাই যদি এই ধরণের ঘটনা ঘটায় তাহলে মহিলারা কোথায় যাবেন। তাদের কি স্কুল কলেজ চাকরি সব ছেড়ে ঘরে বসে থাকবে হবে? তবে পুলিশ প্রশাসনের উপর তার ভরসা আছে বলেও জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments