নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের মায়েদের জন্য সুখবর! পুজোর আবহে শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে মায়েদের সৌন্দর্য প্রতিযোগিতা ‘বঙ্গনারী দুর্গা মা’। যেখানে সাধারণ নারী তথা মায়েদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শাড়িকেই প্রতিযোগিতার পোশাক হিসেবে বাছা হয়েছে।। আগামী ২৮ সেপ্টেম্বর সেপকো টাউনশিপে অনুষ্ঠিত হতে চলেছে এই অভিনব প্রতিযোগিতা। যেখানে যে কোনো বয়সের মায়েরাই অংশ নিতে পারবেন। মূলত তিনটি গ্রুপে অংশগ্রহণকারীদের ভাগ করা হয়েছে। গ্রুপ এ- ৩০ বছরের নীচে, গ্রুপ বি- ৫০ বছরের নিচে ও গ্রুপ সি- ৫০ বছরের ঊর্দ্ধে।
এই প্রতিযোগিতায় বিবাহিত মহিলাদের সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও প্রতিভার মূল্যায়ন করা হবে। আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে মায়েরা তাঁদের ভূমিকা এবং ব্যক্তিত্বকে নতুনভাবে অন্বেষণ করার একটি সুযোগ পাবেন। এমনটাই দাবি উদ্যোক্তাদের।
প্রসঙ্গত এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের ক্ষমতা প্রদর্শন করার একটি প্ল্যাটফর্ম তৈরি করে। যেখানে বিভিন্ন বয়সের মহিলারা তাঁদের মতামত এবং দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সুযোগ পান।
যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, ২৪/৯/২০২৫ তারিখের মধ্যে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন।
নম্বর- ৯৮৩২১৬২৮৮৩ / ৯৪৭৫৯৩৮২৮০





