eaibanglai
Homeএই বাংলায়মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু, পরিবারের পাশে সাংসদ

মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু, পরিবারের পাশে সাংসদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত দুর্গাপুরের মহিলার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বর্ধমান দুর্গাপুরের সংসদ কীর্তি আজাদ। সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সাহায্য়ের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা রেখা ঘোষ (৫০) গত দিন চারেক আগে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। বিহারে পথ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় রেখাদেবীর। পরিবারের সদস্যরাও অল্পবিস্তার আহত হন। রেখা দেবীর মৃতদেহের ময়নাতদন্তের পর শনিবার তার দেহ দুর্গাপুরে আনা হয় ও শেষকৃত্য সম্পন্ন হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments