নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কলেজের নতুন বিল্ডিং নির্মাণে উদ্যোগ নিলেন দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। শনিবার নারকেল ফাটিয়ে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন বিল্ডিং নির্মাণের কাজের সূচনা করেন সাংসদ। নতুন বিল্ডিংয়ে থাকবে পাঁচটি ক্লাসরুম ও একটি সুসজ্জিত কম্পিউটার রুম।
মহিলা কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল জানান, “নতুন শিক্ষানীতি চালু হওয়ায় কলেজে নতুন কোর্স যুক্ত হয়েছে এবং সেমিনার, প্রজেক্টের জন্য অতিরিক্ত ক্লাসরুমের প্রয়োজন । বিশেষ করে একটি আধুনিক আইসিটি রুমের ঘাটতি ছিল। এই সমস্যার কথা স্থানীয় সাংসদ কীর্তি আজাদকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন এবং দিল্লির ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের সিএসআর প্রকল্পের মাধ্যমে ৮০ লক্ষ টাকা অনুমোদন করিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করেন।”
সাংসদ কীর্তি আজাদ বলেন, “ছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তি নির্ভর পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ। নতুন বিল্ডিংয়ের আওতায় একটি আধুনিক আইসিটি বা কম্পিউটার ট্রেনিং রুম তৈরি করা হবে পাশাপাশি ছাত্রীদের খেলাধুলার উন্নতির জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
নতুন বিল্ডিং নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সমাজসেবী অসীমা চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলালসহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা।


















