নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর- দুর্গাপুরের মুচিপাড়ার রায়মার্কেটে দুঃসাহসিক চুরি। নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে দুটি দোকানে লুঠপাট চালিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বাজারের ব্যবসায়ীদের মধ্যে।
জানা গেছে মঙ্গলবার গভীর রাতে মুচিপাড়ার রায়মার্কে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল। সেই সময় দোকানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা মহাদেব ধীবর। অভিযোগ দুষ্কৃতীরা দোকানের শাটার ভাঙার চেষ্টা করলে বাঁধা দেন মহাদেববাবু। এরপরই মহাদেববাবুকে মারধোর করে তার হাত পা বেঁধে ফেলে রাখে দুষ্কৃতীরা। এবং দুটি ভ্যারাইটি স্টোরের শাটার ভেঙে লুঠপাট চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয়। বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে গেলে নিরাপত্তারক্ষী মহাদেব ধীবরকে হাত পা বাঁধা ও অচৈতণ্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরা খবর দেন পুলিশে। কাঁকসা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে। মহাদেববাবুর স্ত্রী ঝর্ণাদেবী জানান, গত ২৫ বছর ধরে নিরাপত্তারক্ষীর কাজ করছেন তাঁর স্বামী, এরকম ঘটনা আগে কখনও ঘটেনি।
অন্যদিরে চুরি যাওয়া দুই দোকানের মালিক পাপ্পু বার্নোয়াল ও শ্যাম বার্নোয়াল জানান ক্ষতির পরিমাণ এখনই জানা না গেলেও অনেক টাকাই ক্ষতি হয়েছে। পাশাপাশি তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে মুচিপাড়ার ব্যবসায়ীরা। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

















