নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৌদিকে বঁটির কোপ দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। মৃত মহিলার নাম বিন্দু রুইদাস (৩২)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। ঘটনায় জখম হয়েছে মহিলার শ্বাশুড়ি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার সকালে বৌদি বিন্দু রুইদাসের সঙ্গে দেওর বিষ্ণু রুইদাসের বচসা শুরু হয়। সেই সময় হঠাৎ বিষ্ণু মাছ কাটার বঁটি নিয়ে বৌদির উপর চড়াও হয় এবং কোপাতে শুরু করে। সেই সময়ে ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করেন বিষ্ণু রুইদাসের মা অনুপমা রুইদাস। কিন্তু ধারালো বঁটির আঘাতে তিনিও জখম হন। এরপর তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান ও বিষ্ণুকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় নিউটাউনশিপ থানার পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপমাদেবীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি গ্রেফতার করে অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে। পাশাপাশি মৃত বিন্দু রুইদাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে কী কারণে এই খুনের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। প্রতিবেশীরা জানিয়েছেন অভিযুক্তের স্বভাব ভাল ছিল না। এলাকার মানুষ এবং পরিবারের লোকজনের সঙ্গে সে খারাপ ব্যবহার করত। এমনকি, এক ভাইজিকে হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসিপি সুবীর রায় এদিন জানান, পারিবারিক বিবাদের ছেড়ে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করবে ফরেন্সিক দলও।