eaibanglai
Homeএই বাংলায়ধ্রুবতারা মিউজিক একাডেমীর উদ্যোগে কিংবদন্তী সঙ্গীত স্রষ্টাদের শতবর্ষ উদযাপন

ধ্রুবতারা মিউজিক একাডেমীর উদ্যোগে কিংবদন্তী সঙ্গীত স্রষ্টাদের শতবর্ষ উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ধ্রুবতারা মিউজিক একাডেমীর উদ্যোগে অমর গীতিকার ও সুরস্রষ্টা সলিল চৌধুরী এবং নচিকেতা ঘোষের জন্ম শতবর্ষ উদযাপিত হল ৬ ই এপ্রিল সন্ধ্যায়।সিটি সেন্টারের সেইল সমবায় আবাসন সংলগ্ন উদ্যানের মুক্তমঞ্চে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন,সদ্য প্রয়াত স্থানীয় সঙ্গীতশিল্পী তপন দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদির পরে ধ্রুবতারার শিল্পীরা সম্মেলক কণ্ঠে সলিল চৌধুরীর জনপ্রিয় একটি গান পরিবেশন করেন অধ্যক্ষ প্রণবকুমার মুখোপাধ্যায়ের পরিচালনায়।সম্মেলক সংগীতে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত।

একক ও সম্মেলক সঙ্গীত,নৃত্য,কবিতা, শ্রুতিনাটক ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন-স্বর ও সরগম,ক্যামেলিয়া, কথা ও কাহিনী ইত্যাদি সংস্থার শিল্পীরা এবং মধুমিতা মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সজল ও মলি দাশগুপ্ত, বিশ্বায়ন রায়,দেবদাস ও কাকলি সেন,হৃদয় ও জয়িতা সাঁই প্রমুখ শিল্পীবৃন্দ। সংবর্ধিত হন-কাকলি রায়,অনুষ্ঠান সঞ্চালক প্রসূন চট্টোপাধ্যায়,মধুমিতা মিত্র,দেবদাস ও কাকলি সেন সহ অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-সংগীতশিল্পী বিমল মিত্র,বুদ্ধদেব সেনগুপ্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments