eaibanglai
Homeএই বাংলায়মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা - 'প্রভু আমার প্রিয় আমার '

মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা – ‘প্রভু আমার প্রিয় আমার ‘

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১৬-ই নভেম্বর সন্ধ্যায় উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে আয়োজিত হলো ‘প্রভু আমার প্রিয় আমার’ শীর্ষক সংগীত সন্ধ্যা। মুখ্যত: রবীন্দ্র সংগীত নির্ভর উল্লিখিত আসরটির উদ্যোক্তা ছিলেন – ‘অনন্য মিউজিক ‘- এর শিল্পী- সদস্যবৃন্দ। শ্রোতাদের কাছে আদৃত হল – সুমন পান্থি, দেবশ্রী বিশ্বাস, ঋতুকনা ভৌমিক,দেবজিৎ দত্ত, ড: লোপামুদ্রা রায়, মধুমিতা মুখোপাধ্যায় সহ অংশগ্রহণকারী ১৫ জন শিল্পীর পরিবেশিত গান। আবৃত্তি-তে অংশ নিলেন অর্পিতা বসু। যন্ত্র সঙ্গীত সহযোগিতায় অনবদ্য ছিলেন- অনিকেত চক্রবর্তী, স্বপন অধিকারী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ছিল একাধিক সংস্থা পরিবেশিত সমবেত সংগীত ও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments