eaibanglai
Homeএই বাংলায়সুরপরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমি আয়োজিত বসন্ত উৎসব

সুরপরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমি আয়োজিত বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অনুষ্ঠানের আমন্ত্রণলিপিতে মুদ্রিত ছিল রবীন্দ্রনাথের গানের উদ্ধৃতি “… মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে।” দুর্গাপুর ইস্পাতনগরীর “উপাসনা” প্রেক্ষাগৃহে ১৯ শে মার্চ সন্ধ্যায় সুর পরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমি আয়োজিত বসন্ত উৎসব এ উপস্থিত দর্শক শ্রোতারা আক্ষরিক অর্থেই সুরের প্লাবনে ভাসলেন। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিবেশিত হল সংস্থার শিক্ষার্থীদের উদ্যোগে। একক ও বৃন্দগানে অংশগ্রহণ করলেন তাঁরা। সংগীত নির্দেশনায় ছিলেন অধ্যক্ষা আনন্দিতা রায় এবং সংস্থার অন্যতম প্রশিক্ষক বিশ্বায়ন রায়। আমন্ত্রিত সংস্থা নবমুক্তমঞ্জরী,নৃত্যশিল্পী অঞ্জনা দীক্ষিত ও জিয়াবোরা প্রমুখের সঙ্গীত নৃত্য ইত্যাদির পরিবেশন ছাড়াও ছিল আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অরুণাভ বক্সী,অনুভা মজুমদার, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী,ঔপন্যাসিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত উদ্যোক্তা ও শ্রোতাদের অনুরোধে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় যথাযথ ভূমিকা পালন করেন-বিথীন রায়, প্রদীপ প্রামাণিক ও বিশ্বায়ন রায়। ছিল আবির,মিষ্টান্ন বিতরণের ব্যবস্থাও। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল-দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments