eaibanglai
Homeএই বাংলায়কথায় ও গানের অঞ্জলিতে সংগীত শিল্পী তপন দে স্মরণ

কথায় ও গানের অঞ্জলিতে সংগীত শিল্পী তপন দে স্মরণ

নিজস্ব সংবাদদাতা,দু্র্গাপুরঃ- দুর্গাপুরের স্বনামধন্য সংগীত শিল্পী, গীতিকার, সুরকার তথা শিক্ষক তপন দে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে একটি অনুষ্ঠান আয়োজিত হল ৫ ই এপ্রিল সন্ধ্যায় স্থানীয় বিপিনচন্দ্র পাল সভাগৃহে। স্বনামধন্য তবলা শিল্পী সৌমিত্রজীত চট্টোপাধ্যায়, সংগীত শিক্ষক দীনবন্ধু বালিয়াল,বাচিক শিল্পী বরুন রায়, বুদ্ধদেব দাস প্রমুখের উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

দুর্গাপুর রম্যবীণার সঙ্গীত শিল্পীদের সমবেত কন্ঠে গাওয়া ‘সমুখে শান্তি পারাবার’ রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং উপস্থিত অনেক মানুষ শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, ভজন, আধুনিক বাংলা গান এবং প্রয়াত শিল্পীর লেখা ও সুরাশ্রিত সংগীত পরিবেশন করেন – উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী এবং প্রয়াত শিল্পীর ছাত্র-ছাত্রীবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন সুমিতা রাহুত, আনন্দিতা রায়, সোমা ঘোষাল, কাকলি মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায়, কস্তুরী দত্ত, জোৎস্না চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায় সহ আরো অনেকে।

দুর্গাপুরের বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments