eaibanglai
Homeএই বাংলায়মেঘমল্লার আয়োজিত “ছায়া ঘনাইছে বনে বনে”

মেঘমল্লার আয়োজিত “ছায়া ঘনাইছে বনে বনে”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পশহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ‘বনলতা’ সভাকক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ঋতুর মনোমুগ্ধকর গানের অনুষ্ঠান আয়োজিত হল- মেঘমল্লার সংস্থার উদ্যোগে,১৩ই জুলাই সন্ধ্যায়।সঙ্গীতে অংশগ্রহণ করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, ঋতুকণা ভৌমিক,পর্না মুখোপাধ্যায়, কুমকুম বন্দ্যোপাধ্যায়,সুদীপ্তা দাস জানা, দীনবন্ধু বালিয়াল,সোমনাথ বন্দ্যোপাধ্যায়,ডঃ পার্থ সেনগুপ্ত প্রমুখ ১১ জন শিল্পী। যন্ত্রসঙ্গীতে সাবলীল ভঙ্গিমায় সহযোগিতা করলেন- বুদ্ধদেব দাস, সুতনু সরকার,প্রদীপ প্রামাণিক এবং বিশ্বায়ন রায়। সমগ্র অনুষ্ঠানে গ্রন্থিকের দায়িত্ব সুন্দরভাবে পালন করলেন- দেবদাস সেন, হৃদয় সাঁই, কাকলি সেন এবং জয়িতা সাঁই। সামগ্রিক অনুষ্ঠানের মূল পরিকল্পনার কৃতিত্ব পর্ণা মুখোপাধ্যায় এবং রূপায়নের কৃতিত্ব রূপক দাসের প্রাপ্য।অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত শিল্পী কে স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments