নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবীন্দ্রনাথের বর্ষাঋতু নির্ভর গান, কবিতা ও নৃত্যের সমারোহে উপস্থাপিত হল মনোরম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান- “শ্রাবণের গান”,২৭ জুলাই সন্ধ্যায়,বোলপুর-শান্তিনিকেতনের ‘ গীতবিতান’ মঞ্চে। এককভাবে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করলেন-সুমন পান্থি,দেবশ্রী বিশ্বাস,অর্পিতা দত্ত ঋতুকণা ভৌমিক, কুমকুম বন্দ্যোপাধ্যায়,দেবজিৎ দত্ত,সুজাতা কর্মকার প্রমুখ ১৫ জন শিল্পী।সম্মেলক সংগীতে অংশ নেন-দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমী এবং অমলতাস সংস্থার শিল্পীবৃন্দ।আবৃত্তি পরিবেশন করেন-ড: শতানীক ভট্টাচার্য্য ও ড: আশীষ কুমার ভট্টাচার্য্য।সমবেত নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের আনন্দ দেন- নৃত্য মঞ্জরী ও অন্যান্য সংস্থা। যন্ত্রসংগীত সহযোগিতায় যথাযথ ভূমিকায় ছিলেন – গৌতম চৌধুরী,সৌগত দাস এবং প্রীতম নন্দী। সমগ্র অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়।





