নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের আলাপ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুর্গাপুর চিলড্রেন অ্যাকাডেমি অফ কালচারাল হলে ।
এদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আলাপ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের কর্ণধার অসীত পালের গুরু বর্ষীয়ান সেতার শিল্পী পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী পঙ্কজ শ্রীবাস্তব , স্বরাজ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সৈকত চ্যাটার্জি,ডাক বিভাগের অফিসার অভিজিৎ দে প্রমুখ।
প্রসঙ্গত সঙ্গীত শিক্ষক ও সেতারবাদক অসীত পালের উদ্যোগে শহরের বুকে গড়ে উঠেছিল সঙ্গীত শিক্ষাকেন্দ্র “আলাপ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস”। যা শহরের নতুন প্রজন্মকে ভারতীয় ঐতিহ্যবাহী সঙ্গীত ঘরনারা শিক্ষা দিয়ে আসছে প্রায় দেড় দশক ধরে।



















