নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর সিম্ফোনি মিউজিক অ্যাকাডেমির পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে মিউজিক শো “সুর সংগ্রাম সিজন-২”। জুন মাসের শেষ সপ্তাহে সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত ওই মিউজিক শো-এর বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা সঙ্গীত জগতের খ্যাতনামা তারকারা। যেমন -গায়ক শোভন গাঙ্গুলি, মিস জোজো, সুজয় ভৌমিক ও বন্দিতা সরকার।
এই মিউজিক শো-এর ফাইনালিস্টদের বাছাইয়ের জন্য গত শনি ও রবি সিটিসেন্টারের এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল অডিশন পর্ব। যেখানে শনিবার অনুর্ধ ১৪ বছরের প্রতিযোগিরা ও রবিবার ১৪ বছরের ঊর্দ্ধরা অংশগ্রহণ করেছিলেন। দুর্গাপুর শহর ছাড়াও শহর সংলগ্ন এলাকা থেকেও নানা বয়সী প্রতিযোগিতারা এই অডিশনে অংশ নিয়েছিলেন।
এদিন দুর্গাপুর সিম্ফোনি মিউজিক অ্যাকাডেমির কর্ণধার প্রিয়াঙ্কা লাহা জানান, “সুর সংগ্রাম সিজন-১”-এর সফলতার পর বহু মানুষ এর দ্বিতীয় সিজিনের জন্য অনুরোধ জানাচ্ছিলেন। মূলত শহর ও সংলগ্ন এলাকার সঙ্গীত প্রতিভাদের তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ। তাঁর মতে এই মিউজি শোয়ে আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে ঠিকই কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বা প্রথম দশে থাকবে তারা বাংলা সঙ্গীত জগতের তারাকদের নজরে আসবে। যা তাদের পড়ে কোনো বড় জাতীয় স্তরের মিউজিক রিয়ালিটি শোয়ে সুযোগ পেতে অনেকটাই সাহায্য় করবে।





