eaibanglai
Homeএই বাংলায়রহস্যের চমক নবারুণ ক্লাবের দুর্গাপুজোর থিমে

রহস্যের চমক নবারুণ ক্লাবের দুর্গাপুজোর থিমে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় ও বড় পুজোগুলোর মধ্যে অন্যতম বেনাচিতির নবারুণ ক্লাবের পুজো। প্রতিবারই এই পুজো কমিটি প্রতিমা ও অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমক দেয়। শহর এমনকি পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষজন ছুটে আসেন এই ক্লাবের পুজো দেখতে। এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের পুজো। শুক্রবার প্রবল বৃষ্টি দুর্যোগের মধ্যেই উদ্বোধন হল এই পুজোর। ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমায় এলাকাবাসী।

৫৮ তম বর্ষে নবারুণ পুজোর থিম “যক্ষ রাজার গৃহ”। উদ্য়োক্তাদের দাবি এই থিম দর্শকদের নিয়ে যাবে এক রহস্যময় যাত্রায়। এর পাশাপাশি মনোরম আলোকসজ্জা আর মণ্ডপ সজ্জা ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে।যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন শহরের মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments