নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে নেশামুক্ত ভারত গড়ার সংকল্প নিয়েছে বিজেপি। সেই লক্ষ্য়ে দেশজুড়ে শুরু হয়েছে পদক্ষেপ। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী সোমবার মহালয়ার দিন রাজ্যের বিভিন্ন অংশে ‘নমো ম্যারাথন’ দৌঁড়ের ডাক দেওয়া হয়েছে। দুর্গাপুরেও অনুষ্ঠিত হতে চলেছে এই ‘নমো ম্যারাথন’ দৌড়। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি নমো ম্যারাখন কমিটির উদ্য়োগে আয়োজন করা হয়েছে এই দৌড়ের। দুর্গাপুরের ফুলঝোড় মোড় থেকে শুরু হবে ম্যারাথন দৌড় যা শেষ হবে বি-জোনের চণ্ডীদাস বাজারে।
প্রসঙ্গত যুবসমাজকে দেশকে নেতৃত্ব দিতে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত করতে চাইছে বিজেপি। আর তার জন্য চাই নেশামুক্ত সুস্থ সবল শরীর ও মন। আর দেশের যুবসমাজকে সুস্থ রাখতে প্রয়োজন মাদকবিরোধী সমাজ। তাই যুব সমাজকে শক্তির আলোকে আলোকিত করতে যুব সমাজকে ‘নমো ম্যারাথন’ দৌড়ে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।





